শাহাদাত হোসেন খান
পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন মুলাডুলি ইউনিয়নে বিভিন্ন প্রকার কাচামাল উৎপাদন হয়ে থাকে । বিশেষ ভাবে শিম, ঢেড়শ,বেগুন,মূলা, গাজর,লাউ, মিষ্টি কুমড়া,বরবটি, সাজনা, ফুলকপি, বাধা কপি, ত্তল কপি, সমাস ইত্যাদি বিভিন্ন প্রকার সবজি । উক্ত সবজি আড়তে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। প্রতিদিন প্রায় ৫০ ট্রাক কাচামাল দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী হয়ে থাকে। উক্ত আড়তে প্রায় ৫০০ জন শ্রমিক কাজ করে জিবিকা র্নিবাহ করে। বর্তমানে দেশের বৃহত্তম শিমের আড়ৎ নামে সুনাম অর্জন করেছে। উক্ত শিম ঢাকা,সিলেট, চট্রোগ্রাম, রংপুর, লালমনির হাট, রাজশাহী, সিরাজগঞ্জ, গাজীপুর শহর গুলোতে রপ্তানী করে প্রচুর পরিমাণ অর্থ আয় করে থাকে। বর্তমানে অত্র অঞ্চলের কৃষককুল সবজি চাষ করে স্ববলম্বী অর্জন করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS